নিজস্ব প্রতিবেদক : ঢাকার বংশালে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমীন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নাজিরা বাজারের জামাই গলির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমীন পেশায় ছিলেন বেকারির কর্মচারী। তার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার টেলিশানি গ্রামে। পরিবারের নিয়ে তিনি বিডিআর এক নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পথচারীরা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে কাজী আলাউদ্দিন রোডের জামাই গলির সামনে দিয়ে যাবার সময় জমে থাকা পানিতে ছেঁড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমীন পানিতে পড়ে যান।
জিসান নামের এক পথচারী বলেন, “হঠাৎ দেখি লোকটা পানিতে পড়ে কাঁপছে। আমরা বাঁশ দিয়ে তাকে ধাক্কা দিয়ে উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, “সকালে বংশাল থেকে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”
এস এস

Discussion about this post