নিজস্ব প্রতিবেদক : দেশের সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির ব্যবসায় প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও বড় লোকসান হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাষ্ট্র মালিকানাধীন এ কোম্পানিটির আয় হয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকার বেশি। এই আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি। তা সত্ত্বেও উৎপাদন খরচের চাপে আলোচিত সময়ে কোম্পানির ২৪৯ কোটি টাকার বেশি লোকসান হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে। তবে কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিতাস গ্যাসের আয় হয়েছে ৯ হাজার ৬৫৫ কোটি ৭৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ৮ হাজার ২৬৭ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ আলোচিত তিন মাসে কোম্পানির আয় বেড়েছে ১ হাজার ৩৮৮ কোটি ১৩ লাখ টাকা বা ১৬ দশমিক ৭৯ শতাংশ।
আলোচ্য সময়ে তিতাসের গ্যাস উত্তোলন ও সঞ্চালন বাবদ খরচ হয়েছে ৯ হাজার ৮২৬ কোটি ২৭ লাখ টাকা, যা কোম্পানির মোট আয়ের চেয়েও ১৭০ কোটি ৫৩ লাখ টাকা বেশি। এই বড় উৎপাদন ব্যয়ের ভারে কোম্পানিটি সার্বিকভাবে বড় লোকসান করেছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিতাস গ্যাসের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২৪৯ কোটি ২৫ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ লোকসান হয়েছিল ১৮৮ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ আলোচিত তিন মাসে কোম্পানির লোকসান বেড়েছে ৬০ কোটি ৬১ লাখ টাকা বা ৩২ দশমিক ১৩ শতাংশ।
তিতাস গ্যাস ২০২২-২৩ অর্থবছর থেকে লোকসানে রয়েছে। ওই বছর কোম্পানির নিট লোকসান হয়েছিল ১৬৫ কোটি ১৪ লাখ টাকা। পরের বছরে এই লোকসান আরও বেড়ে ৭৪০ কোটি ৮ লাখ টাকা হয়েছিল। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে যা আরও বেড়ে ৭৭২ কোটি ৪ লাখ টাকা নিট লোকসান হয়েছে।
প্রিন্ট করুন







Discussion about this post