শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
৩০ কার্তিক ১৪৩২ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
Advertisement
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

গয়নার ব্যবসা করে ভারতের কল্যাণারমণ শত কোটিপতি

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫.১:০৭ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
গয়নার ব্যবসা করে ভারতের  কল্যাণারমণ শত কোটিপতি
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : দক্ষিণ ভারতের চেন্নাইয়ের এক ব্যস্ত সড়কে কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়ার ১ হাজার ৮৬০ বর্গমিটারের মূল বিক্রয়কেন্দ্র। সেখানে সব সময় সোনাপ্রেমী ভারতীয়দের ভিড় লেগেই থাকে। ত্রিশোর্ধ্ব দম্পতি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রফেরত ভারতীয় প্রবাসী বিভিন্ন বয়স ও পেশার ক্রেতারা ভিড় করেন ঝকমকে সোনার নেকলেস, চুড়ি, কানের দুল ও আংটির বিপুল সংগ্রহ দেখতে। খবর-ফোর্বস ম্যাগাজিন।

বিক্রয়কর্মীরাও ক্রেতাদের চাহিদা অনুযায়ী অলংকার দেখাতে ব্যস্ত। এ দোকানে সাধারণ সোনার আংটির দাম ২০০ ডলারের নিচে, যদিও হীরক, রুবি ও পান্নায় খচিত বিয়ের জমকালো গয়নার দাম ৬০ হাজার ডলার পর্যন্ত। এখানেই শেষ নয়, তালাবদ্ধ কাচের শোকেসে রাখা রাজকীয় অলংকারের কিছু সেটের দাম ১ লাখ ২০ হাজার ডলার পর্যন্ত।

সোনার প্রতি ভারতীয়দের আকর্ষণ চিরকালের। দেশটির পরিবারগুলোর হাতে মজুত আছে ৩৪ হাজার ৬০০ টন সোনা। এর দাম প্রায় ৩ লাখ ৮০ হাজার কোটি ডলার (মরগান স্ট্যানলির হিসাব)। এই বিশাল বাজারে বিক্রির হিসেবে কল্যাণ এখন দেশটির দ্বিতীয় বৃহত্তম তালিকাভুক্ত খুচরা গয়না বিক্রেতা। সম্প্রতি কয়েক বছরে কোম্পানিটির বেচাকেনা বাড়ছেই। খাঁটি সোনার নিশ্চয়তা তারা দিচ্ছে অনেক আগে থেকেই। এটাই তাদের ব্যবসার মূল শক্তি। ওয়ারবার্গ পিনকাসের মতো ইকুইটি প্রতিষ্ঠানের বিনিয়োগও পেয়েছে তারা।

বাস্তবতা হলো, বিয়ের গয়না বিক্রিতে কল্যাণের খ্যাতি ভারতজুড়েই। গত পাঁচ বছরে কল্যাণের আয় প্রায় দ্বিগুণ বেড়েছে। গত মার্চে শেষ হওয়া অর্থবছরে কোম্পানিটির আয় হয়েছে ২৯০ কোটি ডলার। কর-পরবর্তী মুনাফা বেড়েছে পাঁচ গুণ। এর মধ্যে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার স্পর্শ করেছে। ফলে বেচেকানায় কিছুটা ভাটা তো পড়েছে। গয়না বিক্রেতাদের সামনে এটা নতুন চ্যালেঞ্জ। কীভাবে এ ধাক্কা সামলানো যায়, সেটা নিয়ে তারা চিন্তিত।

কিন্তু কল্যাণের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ৭৮ বছর বয়সী শতকোটিপতি টি এস কল্যাণারমণ (নিট সম্পদমূল্য ৩১০ কোটি ডলার) মোটেই উদ্বিগ্ন নন। তিনি বলেন, চাহিদা বৃদ্ধির শেষ নেই।

দুই ছেলেও বাবার সঙ্গে ব্যবসা করেন। তাদের একজন ৫০ বছর বয়সী রাজেশ এবং আরেকজন ৪৮ বছর বয়সী রমেশ। তাদের সহযোগিতায় কল্যাণারমণ সারা দেশে প্রায় ৪০০ দোকান এবং মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রে আরও ৪০টি দোকান গড়ে তুলেছেন। সোনার দাম বাড়তে থাকায় বিশ্লেষকদের মতে, কল্যাণ এখন বাজেটবান্ধব ও তুলনামূলক হালকা ওজনের অলংকারে জোর দিচ্ছে। বাজারের পরিবর্তন বুঝে দ্রুত ব্যবস্থা নেয়ার সক্ষমতা আছে তাদের। বলা যায়, এটাই তাদের মূল শক্তি। মুম্বাইয়ে তাদের ডিজাইন টিম আছে। সেই সঙ্গে সারা দেশে আছে ৯০০ ঠিকা উৎপাদনকারী।

আইসিআইসিআই সিকিউরিটিজের গবেষণাপ্রধান মনোজ মেনন মনে করেন, এসব উদ্যোগের কারণে মূল্যবৃদ্ধির প্রভাব অনেকটা মোকাবিলা করা যায়। তাদের পূর্বাভাস, আগামী দুই বছরে কল্যাণের আয় ২৮ শতাংশ এবং কর-পরবর্তী মুনাফা ৩৮ শতাংশ বাড়তে পারে।

কাল্যাণের মোট বিক্রির প্রায় ৬০ শতাংশ আসে বিয়ের অলংকার থেকে। এর গয়নার নকশায় আছে হিন্দুধর্মীয় রীতির প্রভাব মন্দিরের নকশা, দেবী লক্ষ্মী, গণেশসহ হিন্দু দেবদেবীর অলংকরণ ও নানা ধর্মীয় মোটিফ। মেয়েদের উপহার হিসেবে সোনার গয়না দেয়া ভারতীয় পরিবারে প্রাচীন রীতি। সোনা ‘স্ত্রীধনের অংশ’; এটি আইনে নারীর একান্ত সম্পত্তি হিসেবে স্বীকৃত এবং স্বামী বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে যার দাবি করা যায় না। বিয়ে ছাড়া অক্ষয় তৃতীয়া ও দীপাবলির মতো উৎসবেও সোনা কেনা শুভ, এটাই ভারতীয় রীতি।

ভারতের সংস্কৃতির সঙ্গে সোনার যোগ অনেক গভীর হওয়ায় এ দেশে সোনার বাজার দীর্ঘ মেয়াদে চাঙা থাকবে এমনটাই পূর্বাভাস। গবেষণা সংস্থা নোমুরার মতে, আজকের ৯ হাজার কোটি ডলারের বাজার আগামী ৮ বছরে ১৫ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে। ভারতের এখন পরিবারের একাধিক সদস্য আয় করছেন। সেই সঙ্গে বিশের ঘরে থাকা তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে তারাই কল্যাণের বিয়ের অলংকারের ভবিষ্যৎ ক্রেতা। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৩৯ কোটি হতে পারে।

ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে কল্যাণারমণ ব্যবসা সম্প্রসারণে গতি আনছেন। চলতি অর্থবছরে আরও ৯০টি দোকান করার পরিকল্পনা তার। গত কয়েকটি ত্রৈমাসিকে দুই অঙ্কের ঘরে প্রবৃদ্ধি হয়েছে। সম্প্র্রসারণের বড় অংশ আসবে ফ্র্যাঞ্চাইজি মডেল থেকে। তিন বছর আগে পশ্চিম ভারতের আওরঙ্গবাদে প্রথম ফ্র্যাঞ্চাইজি-স্বত্বভোগী কিন্তু কোম্পানি পরিচালিত দোকান খোলে কল্যাণ। এরপর এখন অর্ধেকের বেশি দোকানই ফ্র্যাঞ্চাইজি-মালিকানাধীন। আরও অনেক কোম্পানি-মালিকানাধীন দোকানও ফ্র্যাঞ্চাইজি মডেলে দেয়া হবে। জুন মাসে শেষ ত্রৈমাসিকে কল্যাণের মোট আয়ের ৪৩ শতাংশই এসেছে ফ্র্যাঞ্চাইজির দোকানগুলো থেকে।

আইসিআইসিআইর মেনন বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি মডেলের ব্যবসার জটিলতা সামলানো সহজ। সবকিছু নিজে করলে বড় হওয়া যায় না।

এদিকে বিদেশেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় আছে কল্যাণের। এখন আরব আমিরাত, কুয়েত, কাতার ও ওমানে তাদের ৩৮টি দোকান এবং যুক্তরাষ্ট্রে দুটি দোকান আছে সর্বশেষ ত্রৈমাসিকে মোট আয়ের প্রায় ১২ শতাংশ এসেছে এসব দোকান থেকে। নিউ জার্সির আইসেলিন ও শিকাগোর পর এ বছর যুক্তরাষ্ট্রে আরও দুটি দোকান খুলবে তারা। ইউরোপেও পা বাড়িয়েছে কোম্পানিটি। অক্টোবরে যুক্তরাজ্যে একটি দোকান চালু করেছে তারা।

দেশের বাজারে নতুন গ্রাহক টানতে বিজ্ঞাপনে জোর দিচ্ছে কল্যাণ। গত ৪ বছরে বিজ্ঞাপন বাবদ খরচ করেছে ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি রুপি। বলিউড তারকা ক্যাটরিনা কাইফ, জাহ্নবী কাপুর, দক্ষিণি সুপারস্টার নাগার্জুন, প্রভু গণেশন সবাই তাদের মডেল হয়েছেন।

ভারতীয়দের আয় বাড়ছে। সেই সঙ্গে ব্র্যান্ডের দোকান থেকে সোনার গয়না কেনার প্রবণতাও বাড়ছে তাদের। গবেষণা সংস্থা নোমুরার তথ্যানুসারে, ২০০৭ সালে ব্র্যান্ডের দোকান থেকে ভারতীয়দের সোনা কেনার হার ছিল মোট সোনার ৬ শতাংশ। ২০১৮ সালে তা ৩০ শতাংশে উন্নীত হয়। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালে তা ৪০ শতাংশে উন্নীত হবে এবং ২০২৮ সালে হবে ৪৩ শতাংশে। অর্থাৎ পারিবারিক দোকান থেকে সোনা কেনা কমিয়ে দিচ্ছেন ভারতীয়রা। এ প্রবণতা থেকে বোঝা যায়, কল্যাণের বিক্রি বাড়বে। তবে বাজারে আরও অনেক প্রতিদ্বন্দ্বী আছে। তাদের সঙ্গে লড়াই করেই ব্যবসা করতে হবে তাকে।

টি এস কল্যাণারমণ ছোট টেক্সটাইলের ব্যবসা শুরু করে ১৯৯৩ সালে বড় আকারের গয়নার দোকান চালু করেন। সোনার শুদ্ধতার সনদ, পেশাদারি ব্যবস্থাপনা ও ওয়ারবার্গ পিনকাসের বিনিয়োগ এসব কারণে ব্র্যান্ডটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শারীরিক শিক্ষা: সাধারণ শিক্ষার অবিচ্ছেদ্য ভিত্তি  

Next Post

চীন থেকে সরবরাহ ব্যবস্থা সরিয়ে নিচ্ছে জিএম

Related Posts

গাঁও গেরামের নেতা মো. শাহজাহান
রাজনীতি

গাঁও গেরামের নেতা মো. শাহজাহান

শীতের আগমনে পর্যটকে মুখর কক্সবাজার
জাতীয়

শীতের আগমনে পর্যটকে মুখর কক্সবাজার

অর্থ ও বাণিজ্য

আর্টিমিয়া-লবণের সমন্বিত চাষে চবির সাফল্য

Next Post
চীন থেকে সরবরাহ ব্যবস্থা সরিয়ে নিচ্ছে জিএম

চীন থেকে সরবরাহ ব্যবস্থা সরিয়ে নিচ্ছে জিএম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গাঁও গেরামের নেতা মো. শাহজাহান

গাঁও গেরামের নেতা মো. শাহজাহান

শীতের আগমনে পর্যটকে মুখর কক্সবাজার

শীতের আগমনে পর্যটকে মুখর কক্সবাজার

আর্টিমিয়া-লবণের সমন্বিত চাষে চবির সাফল্য

বিশ্ববাজারে ফের  বাড়ল স্বর্ণের দাম

ভরিতে বাড়ল ৫,২৪৮ টাকা

ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা অনুমোদন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET