শেয়ার বিজ ডেস্ক : মশাবাহিত ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারও মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬০ জন।
এর আগে গত দুই দিন (বুধ-বৃহস্পতিবার) আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ১১৩৯ জন ও ৮৩৩ জন। সেই তুলনায় আজ অনেকটাই কম আক্রান্তের সংখ্যা।
শুক্রবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৩২৬ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩ হাজার ৬৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে ৭১ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটিতে ১৪৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৬ জন, ময়মনসিহং বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫১২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৭৯ হাজার ৪৬০ জন।
এস এস/
প্রিন্ট করুন








Discussion about this post