নিজস্ব প্রতিবেদক : বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের অনুমতি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।
এ বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিপ মরিসকে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে জনস্বার্থে রিট মামলা করেন সায়েরে নাজাবি সায়েম, অ্যাডভোকেট সাজিদুল ইসলাম ও মাহির চৌধুরী। এ সময় রিটকারীদের পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার।
রিটকারীরা জানান, আপিল বিভাগের পূর্ব নির্দেশনা ও সরকারের বিদ্যমান নীতি উপেক্ষা করে বেজা গত ২৭ এপ্রিল ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় নিকোটিন পাউচ উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপনের অনুমতি দেয়। যেখানে উৎপাদিত পণ্য শুধুমাত্র দেশেই বিক্রি করা হবে, রপ্তানির জন্য নয়। যার ফলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যুব সমাজের মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সিভিল আপিল নং ২০৪-২০৫/২০০১Ñ এ ২০১৬ সালের ১ মার্চ এক রায়ে বাংলাদেশে যৌক্তিক সময়ে তামাক ব্যবহার কমিয়ে আনতে ছয়টি নির্দেশনা প্রদান করেছে। ওই রায়ে উক্ত নির্দেশনাগুলো মধ্যে অন্যতমÑ দেশে তামাক ও তামাকজাত দ্রব্যের নতুন কোন কোম্পানি অনুমোদন বা লাইসেন্স প্রদান না করা এবং বিদ্যমান তামাক কোম্পানিগুলো তামাকজাত পন্য উৎপাদন বন্ধে অন্য শিল্পে পরিবর্তন হওয়ার নির্দেশনা প্রদান করেছে। বাংলাদেশ সংবিধানের জনস্বাস্থ্য হানিকর ভেষজ নিষিদ্ধকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রিন্ট করুন









Discussion about this post