নিজস্ব প্রতিবেদক: রাজধানীর একটি অভিজাত হোটেলে যমুনা ব্যাংক পিএলসি-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালক কানূতোষ মজুমদার, মোঃ ইসমাঈল হোসেন সিরাজী, স্বতন্ত্র পরিচালক এম মুরশিদুল হক খান এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।
এছাড়া প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও দেশের সকল শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। ২০২৫ সালে সার্বিক ব্যবসায়িক অগ্রগতিতে সাফল্য অর্জনকারী শাখা-উপশাখা ও বিভাগগুলোকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড-২০২৫ এবং সনদপত্র প্রদান করা হয়।
সম্মেলনে যমুনা ব্যাংকের উদ্ভাবনী এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়, যা ব্যাংকটিকে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।
প্রিন্ট করুন









Discussion about this post