শেয়ার বিজ ডেস্ক : ইরানে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা ও তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। বিশ্বের বড় তেল রপ্তানিকারক দেশটিকে ঘিরে তৈরি হওয়া এই উদ্বেগ ভেনেজুয়েলা থেকে সরবরাহ বাড়ার সম্ভাবনাকেও ছাপিয়ে গেছে। খবর: রয়টার্স।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৬ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৬৪ দশমিক ৯৩ মার্কিন ডলারে পৌঁছেছে। এই দাম গত মধ্য নভেম্বরের পর থেকে সর্বোচ্চ।
একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ব্যারেলপ্রতি ১ দশমিক ০২ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৬০ দশমিক ৫২ ডলার হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইরান ওপেকের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ এবং সেখানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি বাজারের ওপর সরবরাহ ঝুঁকি তৈরি করছে।
ব্রিটিশ ব্যাংক বারক্লেস জানিয়েছে, ইরানে অস্থিরতা এখন তেলের দামের ওপর প্রতি ব্যারেল ৩০৪ ডলার পরিমাণ ‘জিওপলিটিক্যাল রিস্ক প্রিমিয়াম’ যোগ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরিস্থিতি নিয়েও কঠোর সতর্কবার্তা দিয়েছেন। এমনকি যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে, তাদের মার্কিন ব্যবসায় ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
ইরান তার তেলের বড় অংশ চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি করে। ফলে ট্রাম্পের এ ধরনের হুমকি বাজারে উদ্বেগ তৈরি করেছে।
অন্যদিকে ভেনেজুয়েলা থেকে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব ফেললেও তা সরবরাহ ঝুঁকিকে পুরোপুরি দূর করতে পারেনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ভেনেজুয়েলা থেকে প্রায় ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে।
তবে রাজনৈতিক ও কারিগরি জটিলতার কারণে এই সরবরাহ বাস্তবে কতটা এগোবে তা অনিশ্চিত।
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ ইরান বর্তমানে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ মোকাবিলা করছে।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি বাজারের জন্য ইরানের এই রাজনৈতিক অস্থিরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেহেতু ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ, তাই সেখানে যেকোনো ধরনের সংঘাত বা পরিস্থিতির অবনতি বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত করতে পারে, অথবা ভূ-রাজনৈতিক ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
প্রিন্ট করুন






Discussion about this post