নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে জাতীয় নির্বাচনের আগে দেশের সব সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছিল সংস্থাটি।
গতকাল বৃহস্পতিবার ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এরই মধ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) ও বায়রার প্রশাসককে এ চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত
আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে আগামী ১৭ জানুয়ারি শনিবার নির্বাচনের আয়োজন করা যাবে।
অনুমোদন অনুযায়ী, নির্বাচনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিসিসি, সেলিব্রিটি হল, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা)। এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।
এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)। তবে বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে সেই নির্দেশনা প্রত্যাহার করে নেয় ইসি। তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি নেবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
প্রিন্ট করুন









Discussion about this post