নিজস্ব প্রতিবেদক : পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমতি চাওয়ার পর থেকে ক্রমাগত শেয়ারের দর হারাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। গত ১৪ দিনে কোম্পানিটির শেয়ারদর প্রায় ১২ শতাংশ কমেছে। সম্প্রতি কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ঘোষিত স্টক লভ্যাংশ বিতরণের জন্য নিয়ন্ত্রণক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি চেয়ে আবেদন করে। যদিও সেই আবেদনে এখনো সাড়া দেয়নি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড জানিয়েছে, তারা বিএসইসির কাছে পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ঘোষিত স্টক লভ্যাংশ বিতরণের অনুমোদন চেয়েছে। কিন্তু বিএসইসি এখনো অনুমতি দেয়নি।
এ বিষয়ে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড কোম্পানির সেক্রেটারি শুভ রায় শেয়ার বিজকে বলেন, গত ২৮ ডিসেম্বর কোম্পানির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। এর পরেই আমরা বিএসইসির কাছে পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে আবেদন করেছি। কিন্তু তারা এখনো আমাদের অনুমতি দেয়নি। যদি রেকর্ড ডেট-এর জন্য বিএসইসি নতুন কোনো তারিখ নির্ধারণ করে দেয়, তাহলে আমরা সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
কোম্পানিটির শেয়ারদর গত বছরের ২৮ ডিসেম্বর ১৪৬ টাকা ২০ পয়সা থেকে নেমে গতকাল বুধবার ১৪ জানুয়ারি ১২৮ টাকা ৭০ পয়সায় নেমে আসে। ক্রমাগতভাবে শেয়ারের দর পতনের পেছনে কোনো কারসাজি আছে কি না জানতে চাইলে শুভ রায় জানান, আসলে শেয়ারদর কমার পেছনে কোনো কারণ আছে কি না, তা আমার জানা নেই। তবে বেশ কিছুদিন ধরেই বাজার নিম্নমুখী ধারায় রয়েছে বলেও মন্তব্য করেন কোম্পানি সেক্রেটারি।
তথ্য অনুযায়ী, আলহাজ্ব টেক্সটাইল মিলসের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি। কিন্তু নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি স্টক লভ্যাংশ বিতরণ করতে পারে না।
তাই কোম্পানি স্টক লভ্যাংশ ঘোষণার পর তা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে। কিন্তু বিএসইসি আলহাজ্ব টেক্সটাইল মিলসের স্টক লভ্যাংশে এখন পর্যন্ত সম্মতি জানায়নি। বিএসইসির সম্মতি পেলে এই স্টক লভ্যাংশের জন্য একটি নতুন রেকর্ড নির্ধারণ করবে কোম্পানি কর্তৃপক্ষ।
এদিকে সবশেষ বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল কোম্পানিটির প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে ১২৮ টাকা ৭০ পয়সায়, যা দর আগের দিনের চেয়ে ২টাকা ২০ পয়সা বেশি। গত (২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ১৪ জানুয়ারি ২০২৬) পর্যন্ত ১৮ দিনে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৯৬ শতাংশ।
আলহাজ্ব টেক্সটাইল মিলস সবশেষ ২০২২ সালে বিনিয়োগকারীদের জন্য তিন শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। কোম্পানিটিতে বর্তমানে ৫৩ দশমিক ৭৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে। এছাড়া উদ্যোক্তা বিনিয়োগকারীদের শেয়ার আছে ৩০ দশমিক ৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৫ দশমিক ৫৬ শতাংশ এবং শূন্য দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার রয়েছে সরকারের।
প্রিন্ট করুন







Discussion about this post