শেয়ার বিজ ডেস্ক : স্টকহোম, সুইডেনে বসবাসরত নোয়াখালীবাসীদের ঐক্য, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে গ্রেটার নোয়াখালী সোসাইটি সুইডেন –এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের ১ম ইনস্টলেশন প্রোগ্রাম অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, নির্বাচন কমিশনের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে প্রবাসে নোয়াখালীবাসীদের ঐক্য ও সৌহার্দ্যের এক প্রাণবন্ত চিত্র ফুটে ওঠে।
ইনস্টলেশন পর্ব শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কার্যক্রমের শুভ সূচনা করা হয়। পাশাপাশি শিশুদের জন্য বিশেষ কার্যক্রম, র্যাফেল ড্র এবং সামাজিক আড্ডার আয়োজন করা হয়, যা উপস্থিত সবার মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
এ সময় সংগঠনের সভাপতি ড. মহিউদ্দিন গাজী তার বক্তব্যে বলেন,
‘এক মাস আগে নির্বাচনের মাধ্যমে যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, তা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আমরা সংগঠনকে একটি সুসংগঠিত ও কার্যকর কাঠামোর মধ্যে নিয়ে এসেছি। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য ও স্বচ্ছতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’
সাধারণ সম্পাদক একেএম শাহজাহান বলেন, ‘নির্বাচনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আমরা কাজ শুরু করেছি। এই ইনস্টলেশন প্রোগ্রাম সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব হবে—এই প্রত্যাশা আমাদের।’
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকল অতিথিদের নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার, মিষ্টান্ন এবং পান-সুপারি পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়। নোয়াখালীর স্বাদ ও আতিথেয়তায় অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং এই আয়োজনকে স্মরণীয় বলে অভিহিত করেন।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সব অতিথি, সদস্য, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে, প্রায় এক মাস আগে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ড. মহিউদ্দিন গাজীকে সভাপতি, একেএম শাহজাহান সাধারণ সম্পাদক এবং রাহাত আনিক অর্থ সম্পাদক নির্বাচিত হন। তাদের নেতৃত্বেই পরবর্তীতে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
প্রিন্ট করুন







Discussion about this post