আজকের এই দিনে

বাংলাদেশের একজন কৃষক হরিপদ কাপালী। ১৯২২ সালের এই দিনে ঝিনাইদহের সদর উপজেলার এনায়েতপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের কিছুদিন পরেই পিতৃহীন হন হরিপদ কাপালী। পিতার অবর্তমানে জীবিকা নির্বাহ করতে কিশোর বয়স থেকেই গ্রামে গ্রামে এর-ওর বাড়িতে কাজ করতে হয়েছে তাকে। এমনি করে একদিন কাজের সন্ধানে আসেন ঝিনাইদহের আসাননগর গ্রামে। ১৯৯২ সালের কোনো একদিন ধানের যত্ন নিতে জমিতে যান। নিজের ইরি ধান ক্ষেতে একটি ব্যতিক্রমধর্মী ধান গাছ দেখে হরিপদ কাপালী সে ধানটিকে আলাদা করে রাখেন। তিনি লক্ষ্য করেন, অন্য জাতের তুলনায় অনেক বেশি ধান হয়েছে নতুন জাতের তিনটি বাইলে। এরপর বীজ সংগ্রহ করে ১৯৯২ সালে নিজের ক্ষেতে এই ধান আবাদ করেন। ১৯৯৪ সালের দিকে ঝিনাইদহসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় এই উচ্চফলনশীল ধানের আবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ১৯৯৬ সালে ধানটি নিয়ে দৈনিক পত্রিকা ও পরে টেলিভিশনের সচিত্র প্রতিবেদন প্রচার হলে বিষয়টি সারা দেশে আলোচিত হয়। ধান গবেষণা ইনস্টিটিউট পরীক্ষা করে বিশেষ ধরনের এই জাতের ধান চাষের ওপর ছাড়পত্র দেয়। নবম ও দশম শ্রেণির কৃষি শিক্ষা বইতে হরিপদ কাপালীর কথা অন্তর্ভুক্ত করা হয়। স্বাধীনতার পর বাঙালির সবচেয়ে বড় অর্জন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া। বাংলাদেশে চাষযোগ্য জমির পরিমাণ কমে গেলেও খাদ্য উৎপাদন তিনগুণেরও বেশি বেড়েছে। এর কৃতিত্ব উচ্চফলনশীল হরিধানের আবিষ্কারক হরিহর কাপালীর। এই ধান উদ্ভাবনের জন্য তাকে বাংলাদেশের বিভিন্ন কৃষি সংগঠন সম্মাননা ও পুরস্কার দেয়। ২০১৭ সালের ৬ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।  

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

#     ১৯১৫  ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন জন্মগ্রহণ করেন

#     ১৯২৪  হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন করেন

#     ১৯৬২ গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়

#     ১৯৫৪   কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত মৃত্যুবরণ করেন

#     ২০০৫  বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়