উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় খুলনায় ইসলামী ব্যাংকের শোভাযাত্রা

স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল শনিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করে। ব্যাংকের ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়ার নেতৃত্বে খুলনা জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি খুলনা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া। এতে সভাপতিত্ব করেন খুলনা জোন প্রধান মো. মাকসুদুর রহমান। বিজ্ঞপ্তি