শোবিজ ডেস্ক: ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী। একাধারে তিনি প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী। সিনেমায় এখন তার দেখা মিলে না। বলা চলে সিনেমা থেকে অনেকটা দূরে রয়েছেন তিনি। গত সোমবার পশ্চিমবঙ্গের একটি প্রেক্ষাগৃহে দর্শক হয়ে জ্যোতিকা জ্যোতি রাজলক্ষ্মী-শ্রীকান্ত সিনেমা দেখলেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজলক্ষ্মী-শ্রীকান্ত অবলম্বনে নির্মিত সিনেমাটি গত ২৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য্য। জ্যোতি ছাড়াও এতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, রাহুল, আর জে সায়নসহ অনেকে। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি প্রথম বড়পর্দায় পা রাখেন কিংবদন্তি অভিনেত্রী কবরীর হাত ধরে। আর কলকাতার প্রেক্ষাগৃহে জ্যোতিকা জ্যোতি অভিনীত রাজলক্ষ্ম- শ্রীকান্ত সিনেমাটি প্রদর্শিত হয়েছে। সেখানে পরস্পরের সঙ্গে দেখা হয় তাদের। কবরী ছাড়াও রাজলক্ষ্মী-শ্রীকান্ত দেখেছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের ইন্ডাস্ট্রির মানুষের এমন ভালোবাসায় আবেগাপ্লুত জ্যোতিকা জ্যোতি। এছাড়া তিনি এছাড়া আয়না, নন্দিত নরকে, জীবনঢুলী, অনিল বাগচীর একদিন সিনেমায় অভিনয় করে অভিনয়-দক্ষতা প্রমাণ করেছেন।
