প্রতিনিধি, যশোর: সরকার আগামী ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে। লকডাউনের মধ্যে গণপরিবহন বাদে অন্য শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজের সুযোগ দেয়া হয়েছে। এ অবস্থায় আমরা পরিবহন শ্রমিকরা কভিড-১৯ মহামারিতে মরব, আমরা না খেয়ে মারা যাব।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু।
সংগঠনের পুরাতন বাস টার্মিনাল কার্যালয়ে যশোরে অবস্থিত পরিবহন শ্রমিক সংগঠনগুলোর আয়োজনে এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টুসহ জেলার পরিবহন শ্রমিক সংগঠনগুলোর নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা মিঠু বলেন, আমরা গণপরিবহন শ্রমিক সংগঠন থেকে দাবি জানাচ্ছি, আমরাও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে কাজ করতে চাই।