নিজস্ব প্রতিবেদক: জমি কিনবে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নাহি অ্যালুমিনিয়াম: কোম্পানিটি নিজ নামে প্রজেক্টের জন্য ২৮ দশমিক ৫০ ডেসিমেল জামি কিনবে। এ জমি কোম্পানির কারখানা প্রাঙ্গণ শ্রীপুর, গাজীপুরে অবস্থিত। এ জমি কিনতে মোট খরচ হবে ৫৪ লাখ ৯৪ হাজার টাকা।
কোম্পানিটি ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে পাঁচ শতাংশ নগদ ও ১০ শতংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৫৬ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৫ টাকা ৩৪ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে আট কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা।
গতকাল কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ৫১ শতাংশ বা এক টাকা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪৯ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৪৯ টাকা ৬০ পয়সা।
হা-ওয়েল টেক্সটাইলস: কোম্পানির পরিচালনা পর্ষদ সাত কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে অফিস স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আল-আমিন আইকন সেন্টারে তিনটি কার পার্কিং এলাকায় অফিস স্পেস কিনবে। কোম্পানিটি শামসুল আলম রিয়েল এস্টেট লিমিটেড থেকে জমি কিনবে। আল-আমিন আইকন সেন্টার, প্লট-৫৭/৪, প্রগতি সরণি, কুড়িল বিশ্বরোডে অবস্থিত। কমার্শিয়াল স্পেস নম্বর এ-৭, ফ্লোর ৭ম, সাইজ ৫ হাজার ৯০০ বর্গফুট। প্রতি বর্গফুটের মূল্য ১২ হাজার টাকা। মোট সাত কোটি আট লাখ টাকা ব্যয় হবে। তিনটি কার পার্কিংয়ের জায়গায় প্রতি পার্কিংয়ে সাত লাখ টাকা করে মোট ২১ লাখ টাকা ব্যয় হবে। ইউটিলিটি সংযোগ খরচ দুই লাখ ৫০ হাজার টাকা। এতে মোট খরচ হবে সাত কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটি জায়গা কেনার জন্য প্রয়োজনীয় চুক্তিগুলো দুই সপ্তাহের মধ্যে কার্যকর হবে।
