ফকর উদ্দিন মানিক: উৎপাদনে ব্যাপক সাফল্যে মানুষ লোডশেডিং শব্দটি ভুলেই গিয়েছিল। সেই অবস্থা থেকে দেশ আবার লোডশেডিংয়ের অন্ধকারে ছেয়ে গেল কেন? হ্যাঁ, এ ব্যাপারে বিশ্ব পরিস্থিতির দায় আছে, কিন্তু এর বাইরে কি আর কারোর কোনো দায় নেই? বলা বাহুল্য, দেশে বর্তমানে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২২-২৫ হাজার মেগাওয়াট হলেও চাহিদা মাত্র ১৩-১৪ হাজার মেগাওয়াট। তাই অনেকের প্রশ্ন সক্ষমতা সত্ত্বেও লোডশেডিং কেন?
আসলে দেশে সর্বশেষ হিসাব মতে, ২০০৮-০৯ সালে বিদ্যুতের চাহিদা প্রায় ৭ হাজার মেগাওয়াট থাকলেও তখন উৎপাদন হতো মাত্র ৪ হাজার মেগাওয়াট অর্থাৎ ঘাটতি থাকত প্রায় ৩ হাজার মেগাওয়াট। কিন্তু ২০২২ সালে এসে প্রায় ২৫ হাজার মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা থাকলেও চাহিদা মতো প্রায় ১৪ হাজার মেগাওয়াট উৎপাদন করার মতো কাঁচামালের যথেষ্ট ঘাটতি আছে। ফলে ১-২ ঘণ্টা লোডশেডিং দিতে হচ্ছে। কারণ বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর ইউনিট প্রতি উৎপাদন খরচ আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে গেছে।
পৃথিবীর অন্যতম সেরা আবিষ্কার বিদ্যুৎ। চোখ বন্ধ করে একবার চিন্তা করে দেখলে বুঝতে পারবেন বিদ্যুৎ ছাড়া কিছুই সম্ভব না, আর সেই মূল্যবান বিদ্যুৎ সৃষ্টির সেরা জীব হয়েও আমরা অহরহ অপচয় করি। এক ঢাকা শহরে যদি তিন দিন বিদ্যুৎ না থাকে কেমন হবে ভাবুনতো? বিদ্যুৎ না থাকলে লিফট চলবে কি?
জেনারেটর দিয়ে কয় ঘণ্টা ব্যাকআপ দেবেন? শুধু তাই না-বিদ্যুৎ না থাকলে উৎপাদন কমে যাবে-ফলে জিনিসের দাম বেড়ে যাবে, এর ফলে আয়ের সঙ্গে ব্যয়ের অনেক পার্থক্য হওয়ায় জীবনযাত্রা অনেক কঠিন হয়ে যাবে। শুধু কি তাই, বিদ্যুৎ না থাকলে অনলাইনভিত্তিক ব্যাংকিং লেনদেন বন্ধ হলে অর্থনৈতিতে স্থবিরতা দেখা দেবে।
অন্যদিকে সক্ষমতা থাকা সত্ত্বেও লোডশেডিং মানেই হলো বিদ্যুৎ খাতের ‘উন্নয়ন’ দর্শনে বড় রকমের ত্রুটি আছে বলে মত দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ আছে। কত বিদ্যুৎ দরকার, উৎপাদন সক্ষমতা কত বাড়ানো হবে, বিজ্ঞানভিত্তিক এই ‘উন্নয়ন’ দর্শন আমাদের বিদ্যুৎ খাতে অনুপস্থিত বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা।
লোডশেডিংয়ের কারণ: আন্তর্জাতিক বাজারে গ্যাস ও তেলের দাম বৃদ্ধির পাশাপাশি লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ হচ্ছে জাতীয় সম্পদের অপচয়। বিশেষ করে অতিমাত্রায় বিদ্যুতের অপচয় লক্ষ্য করা যায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। যেখানে অযথা লাইট, ফ্যান, এসিসহ বিভিন্ন ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার হয়ে থাকে। এছাড়া শহর- গ্রাম প্রায় সব বাসা-বাড়িতে অত্যাধিক মাত্রায় ও কিছু ক্ষেত্রে অপ্রয়োজনে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, হিটার, ইস্ত্রিসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো বিদ্যুৎ অপচয়ের জন্য দায়ী।
এছাড়াও রান্নার কাজের জন্য অতিরিক্ত গ্যাসের ব্যবহার, কাপড় শুকানোর জন্য বৈদ–্যতিক ফ্যানের অপ্রয়োজনীয় ব্যবহার, ম্যাচের কাঠি বাঁচানোর জন্য গ্যাসের চুলা জালিয়ে রাখা, বাসায় ফ্যান, লাইট চালু রেখে অন্য কাজে ব্যস্ত থাকা ও বিয়েবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে অপ্রয়োজনীয় আলোকসজ্জা লোডশেডিংয়ের জন্য দায়ী।
বিদ্যুতের ব্যবহার নিয়ে আমাদের চিন্তা করার এখনই উপযুক্ত সময়। প্রায় সারাদেশ এখন বিদ্যুতের আলোয় আলোকিত। শহর, মফস্বল কিংবা অজপাড়াগাঁ সবখানেই এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। বিদ্যুৎ ব্যবস্থার সহজলভ্যতার ফলে অনেকেই বিভিন্ন সময়ে, কারণে বা অকারণে বিদ্যুৎ অপচয় করে, যা আমাদের দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য ক্ষতিকর। এখন সবারই উচিত বিদ্যুৎ অপচয় রোধ করা। আমরা নিজেদের অজান্তেই প্রত্যহ অনেক বিদ্যুৎ অপচয় করে ফেলি। এর সঙ্গে দিনকে দিন বাড়তে থাকা বিভিন্ন প্রযুক্তির পণ্যের ব্যবহারতো আছেই। তাই বলে কি বিদ্যুৎ ব্যবহার করবেন না? অবশ্যই করবেন। তবে বৈশ্বিক সংকটময় মুহূর্তে বিদ্যুৎ ব্যবহারে অপচয় না করে বরং মিতব্যয়ী হওয়া উচিত। বর্তমানে অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অযথা বৈদ্যুতিক বাতি জ্বালানো, রাস্তার বাতি সময়মতো বন্ধ না করাসহ নানাভাবে আমরা প্রতিনিয়ত বিদ্যুতের অপচয় করছি। প্রাত্যহিক জীবনে গ্যাস, বিদ্যুৎ, পানি, তেল একে অপরের পরিপূরক। তাই বিদ্যুৎসহ সব জাতীয় সম্পদের অপচয় রোধ করার এখনই সময়। বিদ্যুৎসহ সব রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করার উপায়গুলো
* দিনের আলোর সর্বোত্তম ব্যবহার হোকÑদিনের বেলায় লাইট, ফ্যান কিংবা এসি কম ব্যবহার করে বাইরের আলো আর প্রাকৃতিক হাওয়াকে সাদরে আলিঙ্গন জানান আপন আলয়ে। ভোরবেলাতেই জেগে উঠুন রোজ। দিনের আলোয় হোক নিত্যদিনের সঙ্গী। সুস্বাস্থ্য আর সু-অভ্যাস দুটিই হবে ভোরের জাগরণে। আপনি ভরপুর হবেন প্রাণশক্তিতে, আর বেঁচে যাবে অহেতুক বিদ্যুৎ শক্তির খরচ।
* এসির ব্যবহার কমানো হোক-বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থাকলেই যেসব সময় তা চালাতে হবে, তা কিন্তু নয়। কখনও কখনও প্রাকৃতিক হাওয়াও উপভোগ করতে পারেন ছাদে বা বারান্দায়। বারান্দার সবুজ গাছ ঘরেও আনে শীতল পরশ।
* জ্বালানি ব্যবহারে অপচয় রোধ করি-জ্বালানি গ্যাসের প্রবাহ অবিরাম পাচ্ছেন একই টাকায় এই ভেবে দেশের সম্পদের অপচয় করা যাবে না। আমাদের মা-বোনেরা অনেকেই ম্যাচের কাঠি বাঁচাতে চুলা জ্বালিয়ে রাখেন যেটা কোনোভাবেই উচিত নয়। প্রয়োজনের অধিক জ্বালানি গ্যাস ব্যবহার না করার অভ্যাস রপ্ত করতে হবে। এক্ষেত্রে জাতীয় সম্পদের অপচয় রোধে আইনের যথাযথ প্রয়োগ তথা জরিমানা আরোপের ব্যবস্থা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে।
* মোটরযানের জ্বালানি বাঁচাতেও সচেষ্ট থাকুনÑআমার টাকায় আমার জ্বালানি আমি খরচ করব এই মনোভাব থেকে বের হতে হবে। কারণ জ্বালানির জন্য সরকার প্রায় ৫-১০ গুণ ভর্তুকি দেয়। কম দূরত্বের জন্য মোটরসাইকেলের চেয়ে বাই সাইকেলে বা হেঁটে যাওয়া স্বাস্থ্যের জন্যও উপকারী। যানবাহনে বিনা প্রয়োজনে ইঞ্জিন বন্ধ রাখতে হবে।
* পানির সাশ্রয়ী ব্যবহার হোকÑআপনি হয়তো প্রতিনিয়ত পানি পাচ্ছেন। আবার কোথাও রাত জেগে মোটর চালিয়েও পানি পাচ্ছে না অনেকেই। সুপেয় পানির অভাব বিশ্বব্যাপী। আপনার পানির অপচয়ের কারণে হয়তো অনেক এলাকায় পানির সংকট দেখা দিবে। তাই প্রয়োজনীয় পানি ‘ব্যবহার’ করুন কিন্তু অপচয় নয়।
* কাপড় ধোয়ার যন্ত্রের সীমিত ব্যবহার হোকÑকাপড় ধোয়ার যন্ত্র প্রতিদিন না চালিয়ে কাপড় জমিয়ে রেখে কয়েক দিন অন্তর চালাতে পারেন। অথবা ওয়াশিং মেশিন ব্যবহারের পরিবর্তে হাতে কাপড় ধৌত করলে শারীরিক পরিশ্রমের পাশাপাশি জাতীয় সম্পদও বেঁচে যাবে।
* সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করা, পাওয়ার সেভিংস বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার। বাইরে বের হওয়ার সময় ঘরের লাইট, ফ্যান, এসি ওয়াইফাইয়ের সুইচ অফ করবেন।
* ইজিবাইক ও অটোরিকশা বন্ধ হোকÑগবেষণায় দেখা গেছে অবৈধ প্রায় ১৫ লাখ ইজিবাইক ও অটোরিকশায় অবৈধ চার্জেই গিলে খাচ্ছে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। অন্যদিকে দেশের সাধারণ মানুষ মনে করে-জ্বালানি সংকট হতেই পারে কিন্তু এ বিষয়ে আগে থেকেই যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হতো তাহলে লোডশেডিংয়ের পরিমাণ অসহনীয় পর্যায়ে যেত না! অনেকের ধারণা সরকারের সিদ্ধান্ত গ্রহণে যারা প্রভাবিত করেন তারা মূলত এই ক্রাইসিসের মুখে পড়তে হয় না। লোডশেডিং যাই হোক তারা এসিতেই থাকবেন অপরদিকে সমাজের বৃহৎ জনগোষ্ঠী মৌলিক চাহিদা হতে বঞ্চিত হবেন। এতে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া হবে, অথচ দেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সুবিধা, শান্তিশৃঙ্খলা নানা সূচকে দেশর অভূতপূর্ব উন্নতি হলেও কিন্তু মৌলিক চাহিদায় প্রভাব পড়লে বাকি সব কিছু ম্লান হবে। এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে জনমানুষের ভোগান্তি রোধ করার বিকল্প নেই।
উন্নয়নশীল দেশ থেক উন্নত দেশ হওয়ার জন্য প্রত্যেক মানুষকে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রাকৃতিক সম্পদ হোক বা মনুষ্য সৃষ্ট সম্পদই হোক, প্রতি ক্ষেত্রে সম্পদের সুষ্ঠু ব্যবহারে আমাদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বড় বড় অপচয় ও অব্যবস্থাপনা ছাড়াও আমাদের দিন যাপনে, দৈনন্দিন কাজকর্মে, চলতে-ফিরতে অসতর্কতা-অসচেতনতা ও অজ্ঞতার কারণে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ ও কর্মপরিবেশে গ্যাস, বিদ্যুৎ, পানি, তেল ব্যবহারে ছোট ছোট অপচয় করে যাচ্ছি। দিয়াশলাইয়ের কাঠি বাঁচানো ও কাপড় শুকানোর জন্য বাসাবাড়ির গ্যাসের চুলা অকারণে জ্বালিয়ে রাখার বিষয়টি মা-বোনদের পুরনো অভ্যাস। এই অপচয়ের কারণেই হয়তো ঢাকা শহরের অনেক এলাকায় এখন গ্যাস সংকট দেখা দেয়। শুধু তাই না, অপচয়ে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায় এবং সব ধর্মে অপচয়কে বর্জন ও মিতব্যয়িতাকে উৎসাহিত করা হয়েছে।
সাবেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়




