Print Date & Time : 27 September 2025 Saturday 1:16 am

জুভিদের বাঁচালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক: বল গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে উঠে লাৎসিও ও জুভেন্টাস। কিন্তু তাতে বেশ পেছনেই ছিল তুরিনের ক্লাবটি। সে সুযোগে জুবিদের গোলরক্ষক ভয়েচক সেজনিকে বড় পরীক্ষায় দিতে হয়। তবে তিনি তার কাজটা বেশ ভালোভাবেই পালন করেন। এদিকে ম্যাচের একবারে শেষদিকে স্পট কিক থেকে গোল করে ইতালির ক্লাবটিকে বাঁচান রোনালদো।
সিরি আতে লাৎসিওর বিপক্ষে গত পরশু শুরুতে পেছনে পড়লেও ২-১ ব্যবধানে জিতে জুভেন্টাস। দলটির হয়ে একটি করে গোল করেন রোনালদো ও ক্যানসেলো।
এর ফলে এ টুর্নামেন্টে ২১ ম্যাচে ৫৯
পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল তুরিনের ক্লাবটি।
গত পরশু সেজনির নৈপুণ্যে ম্যাচের ১৩তম মিনিটে রক্ষা পায় জুভেন্টাস। ওয়াললেসের নেওয়া দুর্বল হেড সহজেই আটকে দেন তিনি। ১৯তম মিনিটে ২০ গজ দূর থেকে কোরেরার দুর্দান্ত শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন সেই সেজনি। তবে বিরতির পর ৫৯তম মিনিটে ক্যানের আত্মঘাতী গোলে পেছনে পড়ে জুভেন্টাস। অবশ্য ৭৪তম মিনিটে ক্যানসেলোর গোলে সমতায় ফিরে স্বস্তি পায় তুরিনের ক্লাবটি। কিন্তু ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পথে থাকলেও কিছুতেই আর প্রতিপক্ষের জালের দেখা পাচ্ছিল না দলটি। শেষ পর্যন্ত ৮৭তম মিনিটে ক্যানসেলো পেনাল্টি আদায় করে নেন। সে সুযোগে দুর্দান্ত স্পষ্ট কিকে গোল করে জুবিদের নাটকীয় এক জয় এনে দেন রোনালদো। তাতে বাঁধভাঙা উল্লাসে মাতে সিরি ‘আ’ চ্যাম্পিয়নরা।