Print Date & Time : 30 October 2025 Thursday 1:39 am

নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিকন ফার্মা

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিআই) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে।

উল্লেখ্য, ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা।

২০১৫ সালে কোম্পানিটির ইপিএস ছিল ১৭ পয়সা এবং এনএভি ছিল ১২ টাকা ৫৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে ১০ পয়সা ও ১২ টাকা ৪১ পয়সা। কর-পরবর্তী মুনাফা করেছিল তিন কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা, যা আগের বছর ছিল দুই কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা।