Print Date & Time : 25 October 2025 Saturday 12:00 pm

নরসিংদীতে গৃহবধূর লাশ উদ্ধার

 

প্রতিনিধি, নরসিংদী: আসমা বেগম (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় একটি ভাড়া বাড়ির তৃতীয় তলা থেকে এ লাশ উদ্ধার করা হয়। চার সন্তানের জননী আসমা বেগমের স্বামী মনির হোসেনের রহস্যজনক কথাবার্তার কারণে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে।

এলাকাবাসী জানায়, আসমা বেগম দম্পত্তির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। এদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। স্বামী মনির হোসেন মাদকাসক্ত বলেও এলাকাবাসী জানায়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, এখনও পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। তবে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। স্বামী মনির হোসেনকে (৩৫) সন্দেহজনক কারণে আটক করা হয়েছে।