Print Date & Time : 25 October 2025 Saturday 12:04 pm

নাটোরের বনপাড়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

নাটোরের বনপাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৯২তম শাখা গতকাল উদ্বোধন করা হয়। নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি মো. সিদ্দিকুর রহমান, রাজশাহী জোনপ্রধান মো. মিজানুর রহমান মিজি, ইভিপি মো. মিজানুর রহমান ভুইঁয়া, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসা. মারিয়াম খাতুন। ধন্যবাদ জ্ঞাপন করেন বনপাড়া শাখাপ্রধান মো. আল আওয়াল। বিজ্ঞপ্তি