শেয়ার বিজ প্রতিনিধি, নাটোর: নাটোরে ২০১৭-১৮ অর্থবছরে ৩৯ টাকা কেজি দরে চার হাজার ৫৭২ টন আমন চাল সংগ্রহ শুরু হয়েছে, চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল বুধবার নাটোর শহরের বড়গাছা এলএসডি গোডাউনে আমন চাল সংগ্রহ আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর উপজেলা ভূমি কমিশনার শামীম ভূইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ সভাপতি রতœা আহমেদ প্রমুখ। জেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ২০১৭-১৮ অর্থবছরে নাটোর জেলায় চার হাজার ৫৭২ টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।
