পাবনার গ্রন্থমেলায় লেখকদের সভা

প্রতিনিধি, পাবনা : ‘বইয়ের ঘ্রাণে, সুবোধ জাগুক প্রাণে’- প্রতিপাদ্য সামনে রেখে গত বৃহস্পতিবার সন্ধায় পাবনা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে ১৬ দিনব্যাপী অনুষ্ঠিত গ্রন্থমেলার ১১তম দিনে বইপ্রেমী লেখক ও কবিদের সমন্বয়ে এক মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। সভায় প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রেজাউল করিম তালুকদার।

এ সময় কবি, লেখকদের মাঝে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, কথাসাহিত্যিক আখতার জামান, গবেষক ড. মনছুর আলম, কবি আদ্যনাথ ঘোষ, ঔপন্যাসিক খান আনোয়ার হোসেন।

সভায় কবি আদ্যনাথ ঘোষ বলেন, স্বল্প কথার মাঝে পাঠকদের কাছে ম্যাসেজ পৌঁছে দেয়াকে কবিতা বলে, কবিতা বোঝার বিষয় নয়, অনুভূতি বা অনুভবের ব্যাপার। একজন কবির সময়কে ধারণ করতে হবে। তাহলেই সেই কবি মানুষের মাঝে বেঁচে থাকে।

পাবনা টেলিফোন এক্সচেঞ্জের রাজস্ব কর্মকর্তা খান আনোয়ার হোসেন বলেন, লেখক সৃষ্টি হয়েছে, কিন্তু পাঠক সৃষ্টি হচ্ছে না, পাঠক ও লেখক সৃষ্টি হলেও লেখা বিক্রি শুরু হয়েছে। এ সময় হুমায়ূন আহমেদের উক্তি ব্যক্ত করে বলেন, যে সময় তিনি বই বিক্রয়ের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তখন থেকে তার লেখার মান অনুন্নত হয়েছে।

সাথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মনছুর আলম বলেন, গ্রন্থমেলা ও আমাদের আলোচনা সভা পূর্ব থেকেই একে অপরের সঙ্গে সম্পৃক্ত, তিনি পাবনার কৃতী সন্তান কথাসাহিত্যিক, বাংলা একাডেমির ও জাতীয় গ্রন্থাগারের সাবেক পরিচালক সরদার জয়েন উদ্দিনকে নিয়ে আলোচনা করেন, যিনি সর্বপ্রথম ঢাকা একুশে গ্রন্থমেলার প্রবর্তক, ৫১ বছর আগে তিনি গ্রন্থমেলার  সৃষ্টি করেছিলেন।