Print Date & Time : 30 October 2025 Thursday 1:40 am

পাবনায় এক হাজার গৃহহীনের পুনর্বাসনে গুচ্ছগ্রাম হচ্ছে

শেয়ার বিজ প্রতিনিধি, পাবনা: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ গৃহহীনদের জন্য পাবনা জেলার অভ্যন্তরে গুচ্ছগ্রাম নির্মাণের জায়গা নির্বাচন করার জন্য পাবনা জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। এক হাজার গৃহহীনকে পুনর্বাসন করার মতো খাসজমি খুঁজে বের করে গুচ্ছগ্রাম তৈরির নির্দেশ দেন তিনি। গতকাল শনিবার পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী জেলা প্রশাসককে এ নির্দেশ দেন।

খাসজমি খুঁজে বের করে দ্রুত কমপক্ষে এক হাজার বা তার অধিক গৃহহীনকে পুনর্বাসন করা যাবে, এমন ব্যবস্থার উদ্যোগ নিচ্ছেন বলে মন্ত্রীকে মৌখিকভাবে নিশ্চিত করেন পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সারা দেশে ৫০ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য গুচ্ছগ্রাম তৈরি করার নির্দেশ দিয়েছেন। ভূমি মন্ত্রণালয় দেশব্যাপী গুচ্ছগ্রাম তৈরি করছে। পাবনা এ থেকে পিছিয়ে থাকতে পারে না। তিনি বলেন, গুচ্ছগ্রামে পুনর্বাসিতদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তিনি দেশের আর্থসামাজিক উন্নয়নে মনপ্রাণ দিয়ে কাজ করার জন্য সবার প্রতি আহŸান জানিয়েছেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি মানুষকেও গৃহহীন রাখবেন না। এর আগে কোনো সরকারপ্রধান এমন ঘোষণা দেওয়ার সাহস দেখাননি।

গুচ্ছগ্রাম প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় প্রতি গৃহহীন পরিবারের জন্য থাকছে বিনা মূল্যে তিন থেকে আট শতাংশ ভূমিসহ ৩০০ বর্গফুটের ফ্লোর স্পেসবিশিষ্ট আরসিসি পিলারসহ দুই কক্ষের ঘর, নিরাপদ সুপেয় পানির জন্য নলকূপ, পাঁচ রিংবিশিষ্ট স্যানিটারি ল্যাট্রিন ও মাল্টিপারপাস কমিউনিটি হল।