ঘুরে বেড়াতে কে না পছন্দ করে। ভ্রমণপ্রিয় মানুষ দেশ থেকে দেশে বেড়াতে ভালোবাসে। তবে ইচ্ছা থাকলেও ভিসা জটিলতার কারণে অনেকে দেশের বাইরে যেতে পারে না। এরপরও আপনার যদি পাসপোর্ট ও হাতে পর্যাপ্ত সময় থাকে, তাহলে বিনা ভিসায় কিছু দেশ ভ্রমণ করতে পারবেন। আজ হাইতির কথা বিস্তারিত জানাচ্ছেন মো. ইমরান হোসেন
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হাইতি
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই বিশ্বের কয়েকটি দেশ ভ্রমণ করা যায়। একদিন বা দুদিন নয়, চাইলে সেখানে মাসখানেক কাটিয়ে আসতে পারবেন। জানতে পারবেন সেখানকার সংস্কৃতি, জীবন,-জীবিকাসহ অনেক কিছু। এমন একটি দেশ হাইতি। পর্যটক হিসেবে কয়েক দিনের জন্য হাইতিতে ঘুরে বেড়াতে চাইলে অন অ্যারাইভাল ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন।
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন রাষ্ট্র হাইতি। ক্যারিবীয় সাগরের হিস্পানিওলা দ্বীপের পশ্চিমে এক-তৃতীয়াংশ এলাকা নিয়ে গঠিত। দ্বীপের বাকি অংশে ডোমিনিকান প্রজাতন্ত্র অবস্থিত। পোর্ট অব প্রিন্স দেশটির রাজধানী ও বৃহত্তম শহর।
সিটিডেল ল্যাফেরিয়া: বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাধীনতার অনেক আগেই এ দুর্গ নির্মাণ করা হয়। হাইতির উত্তর উপকূলে বনেট লভাকির পর্বতমালায় এর অবস্থান।
বেসিন ব্লু: জ্যাকমেলে বন্দরনগরীর কাছাকাছি বয়ে যাওয়া জলপ্রপাতটির নাম বেসিন ব্ল–। ভ্রমণকারীরা এখানে সাঁতার কাটার পাশাপাশি চারদিকের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন।
ক্যাথেড্রাল নটর ডেম ডি ক্যাপ: এ গির্জার সামনের পার্কটি বেশ সুন্দর। ক্যাথেড্রালটি উচ্চ গম্বুজবিশিষ্ট। পৃথিবীর অন্যতম একটি শান্তিপূর্ণ জায়গা হিসেবে এর সুনাম রয়েছে।
লেবাদি: এটি একটি ব্যক্তিগত বন্দর। রয়েল ক্যারিবিয়ান আন্তর্জাতিক ক্রুজ কোম্পানির অধীনে রয়েছে বন্দরটি। সাদা বালুকাময় সৈকত ও স্ফটিক-স্বচ্ছ জল বেশ আকর্ষণীয়। এখান থেকে ভ্রমণকারীরা নানা উপহারসামগ্রী কিনে থাকেন।
সান-সৌকি প্রাসাদ: এখানে থাকতেন রাজা হেনরি ক্রিস্টোফ। তিনি প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন। কাজেই এ প্রাসাদের আবেদনও কম নয়। ফ্রান্সের ভার্সাইল প্রাসাদের সঙ্গে এর সামঞ্জস্য রয়েছে।
সাইট দেস রামিয়ার্স: সাইট দেস রামিয়ার্সের ভবনগুলো সিটিডেল ও সান-সৌকি প্রাসাদের কাছাকাছি অবস্থিত। পশ্চিম গোলার্ধের বৃহত্তম দুর্গ এটি। ক্রীতদাসরা এটি নির্মাণ করেন।
জেলি বিচ: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্যতম সুন্দর সৈকত। এখানে বেশ কিছু সামুদ্রিক খাবারের দোকান রয়েছে। দেশটির ঐতিহ্যবাহী খাবার খেতে এখানে যেতে পারেন।