Print Date & Time : 9 October 2025 Thursday 4:03 am

ম্যাকসন্স স্পিনিংয়ের লেনদেন চালু আজ

 

নিজস্ব প্রতিবেদক: ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন চালু হচ্ছে আজ। গত বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ম্যাকসন্স স্পিনিং মিলসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ ছিল গত বৃহস্পতিবার। আর এ রেকর্ড ডেটের কারণে শেয়ার লেনদেন বন্ধ ছিল। রেকর্ড ডেট শেষ হওয়ায় আজ থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে। উল্লেখ্য, ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানি। অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ২২৬ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫৪ কোটি সাত লাখ টাকা। গত এক বছরে শেয়ারদর ছয় টাকা ৩০ পয়সা থেকে ১০ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। ৩০ জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত ৯ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি  ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। সর্বশেষ ২০১৪ সালে কোম্পানিটি পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল, যা আগের বছরের সমান। এ সময় কোম্পানির ইপিএস হয়েছিল ৭৩ পয়সা এবং এনএভি ছিল ১৯ টাকা ৭৮ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল যথাক্রমে ৭২ পয়সা ও ২০ টাকা। কর-পরবর্তী মুনাফা করেছিল ১৫ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা। এটি আগের বছর ছিল ১৪ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা।