শোবিজ প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ বুধবার মঞ্চস্থ হবে নারী জাগরণের নাটক ‘আয়না বিবির পালা’। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লোকসাহিত্য সংকলন ময়মনসিংহ গীতিকার ‘আয়না বিবি’ নারীর প্রতি সমাজের অমানবিকতার অন্যতম দৃষ্টান্ত। শৃঙ্খল ভাঙা প্রতিবাদী এক নারীর গল্প নিয়ে নাট্যধারার ২০তম প্রযোজনা ‘আয়না বিবির পালা’। রবিউল আলমের নাট্যরূপ ও নির্দেশনায় নাটকটির নবনির্দেশনা ও কোরিওগ্রাফ করেছেন লিটু সাখাওয়াত।
‘আয়না বিবি’ দূর যুগের লৌকিক গল্প বা কথন থেকে গ্রামীণ প্রেম-বিশ্বাসের পটভূমিকায় মৌখিকভাবে রচিত ও চর্চিত। এ গল্পের আবেদন বর্তমান আধুনিক যুগে এসেও শেষ হয়ে যায়নি। নাট্যধারা নাটকটিতে পালারীতি থেকে কিছুটা বেরিয়ে এসেছে। লিটু সাখাওয়াত নাটকটি নিয়ে বলেন, বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান ঐতিহ্য পালাগান। আর অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রযোজনা।
নাটকের সঙ্গীত পরিচালনা করেছেন লিটু সাখাওয়াত ও সব্যসাচী চঞ্চল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিটু সাখাওয়াত, দীপান্বিতা, গাজী রহিসুল ইসলাম তমাল, কামাল হোসেন, হাফসা আক্তার, রুবেল, সব্যসাচী চঞ্চল প্রমুখ।