Print Date & Time : 23 October 2025 Thursday 12:01 pm

সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠা করবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: কন্টিনেন্টাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, শেয়ার, আইপিও, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, শেয়ার প্লেসমেন্ট, অন্যান্য বিনিয়োগ ব্যবস্থাপনা পণ্য এবং পরিষেবাগুলোয় বিনিয়োগ করা বা কোনো শেয়ার, স্টক, ডিবেঞ্চার, বন্ড, অপশনস, ফিউচারস, কারেন্সিস, প্রিসিয়াস মেটালস, কমোডিটিস এবং সিকিউরিটিজে সাবসক্রিপশনের মাধ্যমে অর্জন করার উদ্দেশ্যে নতুন এই কোম্পানিটি প্রতিষ্ঠা করবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে সাবসিডিয়ারি কোম্পানিটি প্রতিষ্ঠা করা হবে জানা গেছে। এদিকে চলতি হিসাবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৮ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫৩ পয়সা।