স্ন্যাপের শেয়ারে দরপতন

শেয়ার বিজ ডেস্ক: শেয়ারবাজারে প্রবেশের এক সপ্তাহের মধ্যে পতনের মুখে পড়েছে ছবি শেয়ারিং ও মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মালিক প্রতিষ্ঠান স্ন্যাপ। সোমবার দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারদাম কমেছে ১২ শতাংশ। খবর বিবিসি।

প্রতিবেদনমতে, গত সপ্তাহে আইপিও চালু হওয়া প্রতিষ্ঠানটির এটাই সর্বনিম্ন শেয়ারদর। বৃহস্পতিবার ৩৪০ কোটি ডলার মূল্য নিয়ে শেয়ারবাজারে প্রবেশ করে স্ন্যাপ।

বাজারে প্রবেশের দিন প্রতিষ্ঠানটির আইপিও শেয়ারদর ছিল ১৭ ডলার। পরে এদিনই প্রতিষ্ঠানটির শেয়ারদর ৪৪ শতাংশ বেড়ে ২৪ ডলার ৪৮ সেন্টে পৌঁছায়।

পরের দিন শুক্রবার আবারও শেয়ারদর ১১ শতাংশ বাড়ে প্রতিষ্ঠানটির। সেখান থেকেই সোমবার দর ১২ দশমিক ২৫ শতাংশ কমে ২৩ ডলার ৭৭ সেন্টে দাঁড়িয়েছে।

স্ন্যাপের এ শেয়ার পতনকে স্বাভাবিকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। নিউইয়র্ক ও’নেইল সিকিউরিটিজের এনওয়াইএসই ফ্লোর বিভাগের পরিচালক কেন পলকারি বলেন, ‘কোনো ধরনের ত্রুটির কারণে দরপতন হয়নি। বাজারে এসেই দ্রুত দাম বেড়েছিল, হয়তো সে কারণে কিছুটা কমেছে।’

২০১২ সালে প্রথমবারের মতো চালু হয় স্ন্যাপচ্যাট। এখন টুইটার ও ফেসবুকের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে অ্যাপটি।

বর্তমানে ১০ কোটির বেশি সক্রিয় গ্রাহক রয়েছে স্ন্যাপচ্যাটের। এর মধ্যে ৬০ শতাংশ গ্রাহকের বয়স ১৩ থেকে ২৪ বছরের মধ্যে।