Print Date & Time : 25 October 2025 Saturday 2:27 am

হিলিতে জুটমিলে আগুনে দুই কোটি টাকার ক্ষতি

শেয়ার বিজ প্রতিনিধি, হিলি: দিনাজপুরের হিলিতে একটি জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে বন্দরের পালপাড়ায় আরনু জুটমিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরনু জুটমিলের মালিক শাফি উদ্দিন জানান, গতকাল সকাল ৬টার দিকে মিলের প্রথম শিফট চালু হয়। পরে সকাল ৮টার দিকে হঠাৎ করে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং একপর্যায়ে মিলের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।