নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিডের শেয়ারদর বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ২৯ এপ্রিল জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারদর এভাবে বাড়ছে।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪.৬০ টাকায়। আর ২৯ এপ্রিল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ২৬.১০ টাকায়। অর্থাৎ, এই ১৩ কার্র্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ১১.৫০ টাকা বা ৭৯ শতাংশ বেড়েছে।

Print Date & Time : 7 July 2025 Monday 12:33 am
অকারণে বাড়ছে ন্যাশনাল ফিডের শেয়ারদর
দিনের খবর,পুঁজিবাজার ♦ প্রকাশ: