Print Date & Time : 29 August 2025 Friday 12:18 am

অক্টোবরে আসছে টেসলার বৈদ্যুতিক ট্রাক

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা জায়ান্ট টেসলা নতুন মডেল-৩ গাড়িটির ব্যবসায় অভূত সাফল্য পাওয়ার পর আধা-স্বয়ংচালিত বৈদ্যুতিক ট্রাক বাজারে আনতে যাচ্ছে। আগামী ২৬ অক্টোবর টেসলার আধা-স্বয়ংচালিত নতুন মডেলের বৈদ্যুতিক ট্রাক বাজারে আসবে। গতকাল বৃহস্পতিবার টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এক টুইটার বার্তায় বলেন, নতুন মডেলটির জন্য আগামী ২৬ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। খবর বিবিসি, রয়টার্স।

এর আগে গত জুলাইয়ে টেসলার মডেল-৩ নতুন গাড়িটি বাজারে আনে। ব্যাপক চাহিদা থাকায় উৎপাদন খরচ মিটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এর পর উৎপাদন বাড়াতে দেড়শ কোটি ডলার তহবিল সংগ্রহ করতে বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। তখন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছিলেন, প্রতিদিন প্রায় ১৮ হাজার গাড়ির অর্ডার পাচ্ছে কোম্পানিটি। কিন্তু এত গাড়ি উৎপাদনের তহবিল নেই তাদের। ফলে কোম্পানির মূলধন বাড়াতেই বন্ড ছাড়ার উদ্যোগ নিয়েছে টেসলা। বিপুল সংখ্যক গ্রাহক নতুন গাড়ির জন্য প্রি-বুকিং করায় এমন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্লান্টিতে এবারও নতুন বৈদ্যুতিক আধা-স্বয়ংচালিত ট্রাকটি উদ্বোধন করা হবে বলে জানান প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক।

মাস্ক জানান, আধা-স্বয়ংচালিত নতুন এ বৈদ্যুতিক লরিটি দীর্ঘ পথে একবার চার্জে ঘণ্টায় ২০০ মাইল পর্যন্ত যেতে পারবে। ফলে জ্বালানির জন্য গাড়ি থামাতে হবে না।

প্রসঙ্গত, জুন প্রান্তিকে টেসলার নগদ অর্থের পরিমাণ ছিল ৩০০ কোটি ডলার। এর আগের প্রান্তিকে এ অর্থের পরিমাণ ছিল ৪০০ কোটি ডলার। আর এক বছর আগে তাদের নগদ অর্থ ছিল ৩২৫ কোটি ডলার। চলতি বছর প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য মোট বেড়েছে ৬৭ শতাংশ। সবশেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য শূন্য দশমিক পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮ দশমিক ৫০ ডলার। টেসলা গতবছর মাত্র ৮৪ হাজার গাড়ি উৎপাদন করেছিল। কিন্তু ২০১৮ সালের শেষ নাগাদ টেসলার পাঁচ লাখ ২০ হাজার গাড়ি উৎপাদনের পরিকল্পনা রয়েছে।