Print Date & Time : 10 July 2025 Thursday 9:05 pm

অক্টোবরে চীনে শিল্পোৎপাদন বেড়েছে ৬.২%

শেয়ার বিজ ডেস্ক : চলতি বছরের অক্টোবরে চীনে শিল্প উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ছয় দশমিক দুই শতাংশ। তবে প্রত্যাশার তুলনায় এটি কম। আগের মাসে উৎপাদন প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক ছয় শতাংশ। খবর সিনহুয়া।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় চীনে শিল্প উৎপাদন বেড়েছে ছয় দশমিক সাত শতাংশ।

গত মাসে ম্যানুফ্যাকচারিং খাতে প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক সাত শতাংশ। আর খনিজ উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে এক দশমিক তিন শতাংশ। অন্যদিকে জ্বালানি, হিটিং ও ফুয়েল গ্যাস খাতে উৎপাদন বেড়েছে ৯ দশমিক দুই শতাংশ।

এদিকে উৎপাদন বাড়লেও অস্থিতিশীল ও অনিশ্চয়তার কারণগুলো অব্যাহত রয়েছে। গ্রাম এলাকায় বিনিয়োগ বাদ দিয়ে স্থায়ী সম্পদ বিনিয়োগ, যা থেকে আবাসন, রাস্তা ও সেতু খাতে খরচের পরিমাণ পরিমাপ করা হয় গত পাঁচ মাসে এ খাতে পূর্বাভাসের তুলনায় কিছুটা শ্লথগতি দেখা গেছে।