নিজস্ব প্রতিবেদক: অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯১ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ১০ শতাংশ। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ০৮ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।
গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদসহ অন্যান্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা।
ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে মানুষের মজুরি বেড়েছে এবং মূল্যস্ফীতি কমেছে। এটা খুবই ভালো দিক। এতে করে নি¤œ আয়ের মানুষের যে কষ্ট বা জ্বালা ছিল, তা অনেকটাই কমেছে। অক্টোবরের মূল্যস্ফীতির হার কমে যাওয়ার বিষয়ে আমরা যে ধারণা করেছিলাম, সেটি বাস্তব হয়েছে। নিত্যপণ্যের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি কমেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯২ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৯৫ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক
৯৮ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ।
এদিকে অক্টোবর মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক শূন্য ৩ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৩৬ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক শূন্য ৭ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৬৬ শতাংশ।
বিবিএসের তথ্য মতে, অক্টোবর মাসে মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ। এক মাসের ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ। এক্ষেত্রে কৃষিতে মজুরি হার বেড়ে হয়েছে ৬ দশমিক ৮৫ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৮০ শতাংশ। যা এক মাসের ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৯৩ শতাংশ। শিল্পে মজুরি হার বেড়ে হয়েছে ৬ দশমিক ৯৭ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৯২ শতাংশ। এক মাসের ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৮৫ শতাংশ। সেবা খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক শূন্য ৫ শতাংশ। যা এক মাসের ব্যবধানে বাড়ছে শূন্য দশমিক ৭৫ শতাংশ।