শোবিজ ডেস্ক: সাবেক বিশ্বসুন্দরী মানসী। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট তার মাথায় ওঠে। অনেক দিন থেকেই গুঞ্জন ছিল, তিনি বলিউডে পা রাখছেন। অবশেষে খবরটি সত্যি হলো। প্রথমবারের মতো বলিউডে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর প্রথম সিনেমাতেই তিনি সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের সুযোগ পেলেন। দিল্লির শাসনকর্তা পৃথ্বীরাজকে নিয়ে ‘পৃথ্বীরাজ’ সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। প্রথম সিনেমা প্রসঙ্গে মানসী বলেন, যশরাজের মতো বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান তাদের নায়িকা হিসেবে আমাকে নির্বাচিত করেছে, এটি আমার জন্য সম্মানের। এর মধ্য দিয়ে আমি শেখার সুযোগ পাচ্ছি, তাই অনেক খুশি। সবকিছু রূপকথার গল্পের মতো মনে হচ্ছে। দ্বাদশ শতাব্দীর শেষদিকে উত্তর ভারতের আজমির ও দিল্লির শাসনকর্তা পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। অক্ষয় এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন। আর মানসীকে তার স্ত্রী হিসেবে দেখা যাবে। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত সিনেমাটি ২০২০ সালের দিওয়ালী উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Print Date & Time : 5 August 2025 Tuesday 6:43 pm
অক্ষয়ের নায়িকা মানসী
বিনোদন ♦ প্রকাশ: