Print Date & Time : 14 August 2025 Thursday 6:10 am

অগ্রণী ব্যাংকের আমানতে ১ লাখ কোটি টাকার মাইলফলক

অগ্রণী ব্যাংক লিমিটেড এখন ১ লাখ কোটি টাকার আমানতের ব্যাংক। গত ৩১ মে ব্যাংকটি এ মাইলফলক অতিক্রম করে। এ উপলক্ষে গতকাল কেন্দ্রীয় হিসাব বিভাগের আয়োজনে আমানতের মাইলফলক অতিক্রম দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপন পরিচালক মোহম্মদ শামস্-উল ইসলামকে অভিনন্দন জানানো হয়। ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত্ এ মাইলফলক অতিক্রম করায় পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ও ওয়ালী উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি