অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন পারভীন আকতার

সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত হয়ে অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন পারভীন আকতার। পদোন্নতির আগে তিনি হাউজ বিল্ডিং ফ্যাইন্যান্স করপোরেশনে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের প্রধান কার্যালয়ে হিসাব ও অর্থ, আইসিটি এবং আইন বিভাগে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কৃষি ব্যাংকেও প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় হিসাব বিভাগ, আইসিসি, আইসিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশন এবং ফরিদপুর ও কুমিল্লা বিভাগে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের রিজিওনাল ম্যানেজার হিসেবে কুমিল্লা, জোনাল ম্যানেজার হিসেবে ময়মনসিংহ এবং জোন-৪-এর (মিরপুর) দায়িত্বে ছিলেন। বিজ্ঞপ্তি