অগ্রণী ব্যাংক লিমিটেডের কুমিল্লা সার্কেলের ২০২২ সালে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা এবং ২০২৩ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাক্সিক্ষত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুমিল্লার ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে কুমিল্লা সার্কেল কর্তৃক আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর। কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো. আবুল বাশারের সভাপতিত্বে এ সময় উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহাসহ সার্কেলাধীন সব নির্বাহী, করপোরেট শাখাপ্রধান, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চল প্রধান এবং ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 10 September 2025 Wednesday 11:16 am
অগ্রণী ব্যাংকের কুমিল্লা সার্কেলে ব্যবস্থাপক সম্মেলন
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: