অগ্রণী ব্যাংকের খুবি শাখায় স্মার্ট পেমেন্ট সিস্টেম উদ্বোধন

অগ্রণী ব্যাংক লিমিটেডের খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শাখায় ছাত্র-ছাত্রীদের বেতন ও অন্যান্য ফি অনলাইনে স্মার্ট পেমেন্ট সিস্টেম অ্যাপসের মাধ্যমে জমা কার্যক্রম চালু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখায় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক মফিজ উদ্দিন আহমেদ। ব্যাংকের খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল, যুগ্মসচিব বদরে মুনীর ফেরদৌস ও আজিমুদ্দিন বিশ্বাস, উপসচিব এবিএম রওশন কবির, মিনাক্ষী বর্মণ ও ফরিদা ইয়াসমিন এবং সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দীন আহমেদ। বিজ্ঞপ্তি