অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের ভার্চুয়াল সভা

অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের বার্ষিক পারফরম্যান্স নিয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল ইসলামের নেতৃত্বে সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে একটি পর্যালোচনা এবং মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্কেলের অন্তর্গত সব ব্যবস্থাপক, করপোরেট এবং সার্কেল প্রধান ও সম্পৃক্ত অন্য নির্বাহীরা অংশ নেন। উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি আনোয়ারুল ইসলাম এবং খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন। ব্যবস্থাপনা পরিচালক বিগত বছরে অগ্রণী ব্যাংকের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অগ্রণী ব্যাংক অবিরতভাবে অগ্রযাত্রায় এগিয়ে যাবে। বিজ্ঞপ্তি