অগ্রণী ব্যাংকের ডিএমডি হলেন হাবিবুর রহমান

সম্প্রতি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে অগ্রণী ব্যাংকে যোগদান করেন মো. হাবিবুর রহমান গাজী। উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতির আগে তিনি মহাব্যবস্থাপক হিসেবে জনতা ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বিরাহিমপুর গ্রামে জš§গ্রহণকারী মো. হাবিবুর রহমান গাজী  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখা, এরিয়া অফিস, বিভাগীয় অফিস ও প্রধান কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দাপ্তরিক কাজে অসংখ্য ট্রেনিং ও কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি