অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলে ব্যবসায়িক মতবিনিময় সভা

অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের উদ্যোগে সার্কেলাধীন সব অঞ্চল, করপোরেট, ইসলামী উইন্ডো ও শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহীর সীমান্তে অবকাশ, বিজিবিতে অনুষ্ঠিত এ সভার প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑউপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও মহাব্যবস্থাপক মো. আমিনুল হক। রাজশাহী সার্কেলের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় অঞ্চল প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী, করপোরেট ও শাখা ব্যবস্থাপক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি