২০২৩ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাক্সিক্ষত পর্যায়ে উন্নীত করা ও শ্রেণিকৃত ঋণ হ্রাসের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের রাজশাহী সার্কেলের ব্যবস্থাপক সম্মলেন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী সার্কেল কর্তৃক আয়োজিত রাজশাহীর বিজিবির সীমান্তে অবকাশের মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীন। সভাপতিত্ব করেন রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মো. সামসুল হক। এ সময় সার্কেলাধীন সব নির্বাহী, করপোরেট শাখা প্রধান, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের অঞ্চল প্রধান, শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 11 September 2025 Thursday 8:01 am
অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের ব্যবস্থাপক সম্মেলন
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: