Print Date & Time : 7 September 2025 Sunday 11:04 pm

অগ্রণী ব্যাংকে শাখা ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ‘শাখা ব্যবস্থাপনায় নেতৃত্বের মান উন্নয়ন’ শীর্ষক ১০ কর্মদিবসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মুহাম্মদ দিদারুল ইসলাম। সভাপতিত্ব করেন এবিটিআইয়ের পরিচালক সুপ্রভা সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের শাখা পর্যায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা গ্রাহক সেবায় নিজেকে নিবেদিত রেখে নিয়ম, নীতি মেনে কাজ করে ব্যাংকের ব্যবসা বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবেন।’ বিজ্ঞপ্তি