মুজিববর্ষ ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে নানা রকম আয়োজনের মধ্য দিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদ্যাপন করে অগ্রণী ব্যাংক লিমিটেড। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে খেলাপি ঋণ আদায় ও দিবসটির তাৎপর্য নিয়ে তিন হাজার কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে জুম ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য কেএম কাশেম হুমায়ুন, কেএম মঞ্জুরুল হক লাভলু, ড. ফরজ আলী ও তানজিনা ইসমাইল এবং সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি মোহম্মদ শামস্-উল ইসলাম। বিজ্ঞপ্তি
