Print Date & Time : 30 August 2025 Saturday 4:51 am

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ভার্চুয়াল প্রশিক্ষণ সম্পন্ন

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিং’ শীর্ষক ১০ কর্মদিবসব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ গতকাল সম্পন্ন হয়। প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী। প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান ড. জায়েদ বখত্ বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাণিজ্যে এ কোর্স প্রশিক্ষণার্থীদের আরও বেশি দক্ষ করে তুলবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউটের পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ। বিজ্ঞপ্তি