অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ইসলামি শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিং ব্যবসা পরিচালনায় ‘বিজনেস অপারেশন ইন আবাবিল সফটওয়্যার’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গত রোববার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্-উল ইসলাম। অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উপ-মহাব্যবস্থাপক ও পরিচালক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের প্রধান ঝুঁকি কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ইসলাম। বিজ্ঞপ্তি