Print Date & Time : 22 July 2025 Tuesday 5:28 am

অঙ্গীকারনামা জমা দিয়ে সেন্সরে ‘বস টু’

 

 

শোবিজ ডেস্ক: অবশেষে সেন্সর বোর্ডে জমা পড়েছে বাবা যাদব পরিচালিত যৌথ প্রযোজনার ছবি বস টু। এর জন্য তথ্য মন্ত্রণালয়ে বিশেষ অঙ্গীকারনামা জমা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেখানে বলা হয়, ভবিষ্যতে যৌথ প্রযোজনার নীতিমালা লঙ্ঘন করবে না প্রতিষ্ঠানটি। সেন্সর বোর্ড সূত্র খবরটি নিশ্চিত করেছে। বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ছবিটি সেন্সরে জমা পড়েছে। তারা ভবিষ্যতে আর নীতিমালা ভঙ্গ করবে না এ মর্মে মন্ত্রণালয়ে বিশেষ অঙ্গীকারনামা জমা দিয়েছে।’ এর ফলে সেন্সর ছাড়পত্র পেতে ‘বস টু’র সামনে কোনো বাধা থাকলো না। এর আগে জাজ প্রযোজিত ‘প্রেম কী বুঝিনি’ নীতিমালা ভঙ্গের পরও মানবিক বিবেচনায় সেন্সর পেয়েছিল।

সপ্তাহখানেক আগে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি জানায়, ‘বস টু’তে যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি। ভারত-বাংলাদেশের দুই দেশের শিল্পী ভারসাম্য রাখা হয়নি। এরপরই সিনেমাটি নিয়ে বিতর্ক শুরু হয়। এবার জাজের সহায় হলো তথ্য মন্ত্রণালয়।

এদিকে জাজের যৌথ প্রযোজনার অন্য ছবি ‘নবাব’-এর প্রিভিউ শো অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। এ ছবিটিও গতকাল বৃহস্পতিবার সেন্সরে জমা দেওয়া হয়েছে। জাজের সঙ্গে ‘বস টু’ প্রযোজনা করেছে সিনেমাটির নায়ক জিতের প্রতিষ্ঠান জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড ও গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। নায়িকা হিসেবে আছেন নুসরাত ফারিয়া ও শুভশ্রী গাঙ্গুলি। বস টু নিয়ে বিতর্ক এ প্রথম নয়। কিছুদিন আগে অভিযোগ ওঠে আল্লাহ মেহেরবান শিরোনামের আইটেম গানের বিরুদ্ধে। দর্শকদের ক্ষোভের মুখে গানটি ইউটিউব থেকে সরিয়ে দেয় জাজ মাল্টিমিডিয়া। কথা বদল করে আবার আপ করা হয়েছে গত বুধবার।