Print Date & Time : 27 August 2025 Wednesday 12:45 pm

অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি

শেয়ার বিজ ডেস্ক : দ্রুতই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে জানিয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এ নিয়ে সবদিক থেকে যাচাই-বাছাই চলছে। যেসব প্রস্তাব নিয়েও সমানতালে কাজ চলছে। অচিরেই এটি চূড়ান্ত রূপ পাবে বলে আমরা আশাবাদী।

আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে কিনা তা বের করে দূরীকরণেরও কাজ চলছে। স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তাও চেয়েছেন। একই সঙ্গে আইনজীবীদের নানান অসুবিধার কথা শোনার পাশাপাশি সমাধানের আশ্বাস দেন তিনি।

এদিন ব্র্যাকের সহায়তায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বেশ কিছু অবকাঠামো উদ্বোধন শেষে এসআরএফ কার্যালয়ে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ অন্যান্য কর্মকর্তারা।