Print Date & Time : 12 September 2025 Friday 10:06 am

অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বব্যাংকের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গত বুধবার সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসেবে ভারতীয়-আমেরিকান অজয় বাঙ্গাকে নির্বাচিত করেছে। আগামী ২ জুন থেকে তার পাঁচ বছরের মেয়াদ শুরু হবে। খবর: সিএনএন।

অজয় বাঙ্গা ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হবেন।

সাধারণত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত করে যুক্তরাষ্ট্র। কারণ সেখানে তাদের ভোটাধিকার অনেক বেশি। তারা যাকে মনোনয়ন দেয়, তাকে টপকে অন্য কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হবে, সেই সুযোগ নেই। প্রসঙ্গত, বিশ্বব্যাংকের বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র।

তাই প্রেসিডেন্ট জো বাইডেন যখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে অজয় বাঙ্গাকে মনোনীত করেছিলেন, তখন নির্বাচিত হওয়ার বিষয়টি ছিল কেবল সময়ের অপেক্ষা।

৬৩ বছর বয়সী অজয় বাঙ্গার জš§ ভারতের মহারাষ্ট্রের পুনেতে। ১৯৯৬ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০০৭ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি সর্বশেষ যুক্তরাষ্ট্রের ইকুইটি প্রতিষ্ঠান জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান ছিলেন।

দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেয়ার পর আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন তিনি। তার কর্মজীবন শুরু হয় ‘নেসলে ইন্ডিয়া’র হাত ধরে। এরপর কাজ করেন সিটি ব্যাংকেও।

এখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের (আইবিআরডি) নির্বাহী পরিচালকদের পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনসহ (আইডিএ) আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্ষদে পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অজয় বাঙ্গা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে কো-চেয়ার হিসেবে পার্টনারশিপ ফর সেন্ট্রাল আমেরিকায় কাজ করেছেন।