ক্রীড়া ডেস্ক: ভারতের মাটিতে প্রথম কোনো অস্ট্রেলিয়ান অধিনায়ক খেললেন ১৫০ রানের ইনিংস। গতকাল তার রেকর্ডের দিনে টেস্টে অভিষেক সেঞ্চুরি তুলে নেন গ্লেন ম্যাক্সওয়েল। এ দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ৪৫১ রানে থামে অজিরা। জবাবটা ভালোই দিচ্ছে ভারত। দিনশেষে লোকেস রাহুলকে হারিয়ে ১২০ রান তুলেছে বিরাট কোহলির দল। সফরকারীদের চেয়ে স্বাগতিকরা এখনও পেছনে রয়েছে ৩৩১ রান।
এদিকে গতকাল রাঁচিতে একটা প্রশ্নই ছিল সবার মুখে, বিরাট কোহলি কি খেলতে পারবেন এ টেস্টে। কিন্তু গতকাল স্বাগতিকদের এক পড়ায় আর ব্যাটেই নামতে হয়নি তার।
অস্ট্রেলিয়ার দেওয়া ৪৫১ রানের জবাব দিতে নেমে লোকেশ রাহুলের ব্যাটে দারুণ শুরু পায় ভারত। স্বাগতিক বড় রানের চাপটা মোটেই বুঝতে দেননি এ ডানহাতি। মাঠের চারপাশে তিনি খেলেছেন দারুণ শট। ৯ চারে চলতি সিরিজে আরও একটি হাফসেঞ্চুরি তুলে নেন রাহুল।
মুরালি বিজয়ের সঙ্গে ৯১ রানের জুটি গড়ে তোলেন রাহুল। কিন্তু ছয় বছর পর টেস্টে ফেরা কামিন্সের বলে ক্যাচ দিতে বাধ্য হওয়ার আগে ৬৭ রান করেন তিনি। এরপর দিনের বাকিটা সময় মুরালি বিজয় (৪২*) ও চেতেশ্বর পূজারা (১০*) আর কোনো অঘটন ছাড়াই কাটিয়ে দেন।
এর আগে দ্বিতীয় দিনের সব আলো ছিল স্টিভ স্মিথকে ঘিরে। সকালেই রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন। প্রথম অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে করেছেন ১৫০ রান। ভারতে অস্ট্রেলীয় অধিনায়কদের সর্বোচ্চ ইনিংসটা ছিল মাইকেল ক্লার্কের। ২০১৩ সালের ভারত সফরে চেন্নাইয়ে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন ক্লার্ক। গতকাল ১৭৮ রানে অপরাজিত ছিলেন স্মিথ।
সফরকারী দলের কোনো অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করতে পারতেন স্মিথ। কিন্তু অজিদের শেষ তিন ব্যাটসম্যান মাত্র ৫ রানের মধ্যে সাজঘরে ফিরে যাওয়ায় তা আর হয়ে ওঠেনি তার। অস্ট্রেলিয়ার হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ১০৪, ম্যাথু ওয়েড ৩৭ ও স্টিভ ও’ কিফে ২৫ রান করেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা পাঁচটি, উমেশ যাদব তিনটি ও রবীচন্দ্রন অশ্বিন নিয়েছেন একটি উইকেট।